Site icon Jamuna Television

সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু সাহেব আলী বাহিনীর প্রধানসহ দুইজন নিহত হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র-গুলি। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে ২টা একনলা বন্দুক ১ টা পাইপগান ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গোলাগুলিতে র‌্যাবের আহত সদস্যরা হলেন কনস্টেবল আরিফ ও শাকিল। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ ঘটনাটি ঘটে।

র‍্যাব ৬ জানায়, কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থানের খবর পেয়ে ভোরে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে সাহেব আলী বাহিনীর সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বাহনীর প্রধান সাহেব আলী ও সেকেন্ড ইন কমান্ড হাবিবুরকে আটক করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‍্যাব জানিয়েছে, বনদুস্যদের আত্মসমর্পণ প্রক্রিয়ার পরও তৎপরতা চালিয়ে যাচ্ছিলো সাহেব আলী বাহিনী। পাশাপাশি কিছু ছোট বাহিনী এখনও জেলেদের দুশ্চিন্তার কারণ।

Exit mobile version