Site icon Jamuna Television

বিএনপির কারণেই ভোটার উপস্থিতি কম: নাসিম

বিএনপি ভোট বর্জন করায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। গণতন্ত্রে ভোট বর্জন করা সমাধান নয় বলেও মত তার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিএনপি মাঠে থাকেনি বলেও অভিযোগ করেন নাসিম। বলেন, আওয়ামী লীগ সামরিক সরকারের সময়েও সাজানো ভোটে অংশ নিয়ে দল পুর্নগঠন করেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে রাজনীতি করার তাগিদ দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম।

একই অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন ভোট বর্জন করবেন, আবার বলবেন ভোট সুষ্ঠু হল না এমন বক্তব্য মানুষ গ্রহণ করবে না। অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনা গণতন্ত্রকে মজবুত করেছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন।

Exit mobile version