Site icon Jamuna Television

জিয়া দেশের মাটিতে মুক্তিযুদ্ধ করেননি: মোজাম্মেল হক

জিয়াউর রহমান দেশের মাটিতে মুক্তিযুদ্ধ করেননি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের আদর্শের অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ ‘কে ফোর্সের’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার ষড়যন্ত্র শুনে চুপ থেকে দায়িত্বশীল অফিসার হিসাবে অপরাধ করেছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে জিয়া জঘন্য কাজ করেছেন। দেশে রাজাকার পুর্নবাসনে ও মৌলবাদী রাজনীতির উত্থানে জিয়াউর রহমান প্রমাণ করেছেন, তিনি আসলে পাকিস্তানের চর। খালেদ মোশাররফের মত দেশপ্রেমিকদের হত্যা করে জিয়া আসলে বাংলাদেশবিরোধী কাজ করেছেন বলেও দাবি করেন মন্ত্রী।

Exit mobile version