Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে ৩ জেএসসি পরীক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত হয়েছে তিন শিক্ষার্থী।

পুলিশ জানায়, সকালে থানাকান্দি গ্রাম থেকে কৃষ্ণনগর উচ্চ বিদ্যলয় কেন্দ্রে যাচ্ছিল জেএসসি পরীক্ষার্থীদের বেশ কয়েকজন। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে তিন শিক্ষার্থী পানিতে ডুবে মারা যায়। এ সময় আহত হয় বেশ কয়েকজন। প্রাথমিক্ভাবে শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি। নিহত দুই শিক্ষার্থীর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

Exit mobile version