Site icon Jamuna Television

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও শান্তিপূর্ণ: কাদের

ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও শান্তিপূর্ণ বলেই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নির্বাচন চলাকালীন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভোটে কোনো বিশৃঙ্খলা হয়নি। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি বেগম জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে।’

Exit mobile version