Site icon Jamuna Television

সাংবাদিক শাহ আলমগীরের তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র মহাপরিচালক, সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী, এমপি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে শাহ আলমগীরের শেষ কর্মস্থল পিআইবিতে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সোয়া দশটার দিকে ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬২ বছর। শাহ আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক জগতেও নেমে এসেছে শোকের ছায়া।

শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন শাহ আলমগীর। সম্প্রতি পরিস্থিতি জটিল হলে ২১ ফেব্রুয়ারি রাতে তাকে ভর্তি করা হয় সিএমএইচে।

‘সাপ্তাহিক কিশোর বাংলা’ দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। এরপর বিভিন্ন জাতীয় দৈনিকসহ একুশে টিভি, যমুনা টিভির মতো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৭ জুলাই পিআইবি’র মহাপরিচালকের দায়িত্ব পান শাহ আলমগীর।

Exit mobile version