Site icon Jamuna Television

বিরোধী দলের অংশগ্রহণে সহিংসতা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে: শিক্ষামন্ত্রী

বিরোধী দলের অংশগ্রহণে কোন ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি। তবে কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিলো বলেও উল্লেখ করেন তিনি। সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সংসদের বিরোধী দল নির্বাচনে অংশ নিয়েছে, এর বাইরে কিছু দল নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ থাকলেও অংশ নেয় নি। তবে দেশকে এগিয়ে নিতে জনগনই ভোট দিয়েছে।

ভোটারের উপস্থিতি বিষয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী ছিল সেখানে ভোটারদের উপস্থিতি ভালো ছিল, আর কিছু কেন্দ্রে যেহেতু এক বছরের জন্য উপ নির্বাচন তাই সেসব কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিলো।

Exit mobile version