Site icon Jamuna Television

পটুয়াখালীতে নৌকাকে হারিয়ে বিদ্রোহী প্রার্থীর বিজয়

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। মহিউদ্দিন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। ২১টি ভোটকেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১৮ হাজার ৩২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের কাজী আলমগীর হোসেন পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট। এর আগে সোমবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। এদিকে এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Exit mobile version