Site icon Jamuna Television

জাটকা সংরক্ষণে ইলিশ শিকারে টানা ২ মাসের নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণে ইলিশ মাছ ধরায় টানা দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হলো আজ থেকে।

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রমে জাল ফেলা ও মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জাটকা সংরক্ষণসহ মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এই ব্যবস্থা নিয়েছে সরকার।

নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান চালাবে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে ৪০ কেজি করে চার মাসে ১৬০ কেজি চাল দেয়া হবে।

Exit mobile version