Site icon Jamuna Television

প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস

দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে সংসদ ভবনের সামনে থেকে এক র‍্যালি বের করে নির্বাচন কমিশন।

জাতীয় ভোটার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভোটার হব, ভোট দেব’। বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। র‍্যালিটি সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সিইসি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ নেয়ার পর ভোটারদের অধিকার শতভাগ নিশ্চিত করেছি। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় ভোটারদের উপস্থিতি কম ছিল বলেও জানান তিনি।

Exit mobile version