Site icon Jamuna Television

জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে দুর্নীতি আড়ালের অভিযোগ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে উঠেছে দুর্নীতি আড়ালের অভিযোগ। এই দায়ে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছে প্রধান বিরোধী কনজারভেটিভ পার্টি।

সম্প্রতি, দেশটির সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন অভিযোগ তোলেন, দেশের সবচেয়ে বড় আবাসন ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘এসএনসি-লাভালিন’কে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেয়ার পেছনে সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। মামলা চলাকালে, জোডির ওপর চাপ প্রয়োগ করা হয় বলেও — তার অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে এরইমধ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীরা।

বিরোধীদের দাবি, সাবেক আইনমন্ত্রীর জবানবন্দির পাশাপাশি প্রধানমন্ত্রীর জড়িত থাকার বিষয়টিও সুরাহা হওয়া প্রয়োজন। কুইবেক ভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে, ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে লিবিয়ার নিষিদ্ধ ঘোষিত কয়েকজন কর্মকর্তাকে ঘুষ দেয়ার অভিযোগ রয়েছে।

Exit mobile version