Site icon Jamuna Television

আবারও দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু

আবারও দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলায় অভিযোগ গঠনের কথা জানান দেশটির অ্যাটর্নি জেনারেল।

ইসরায়েলের শীর্ষ টেলিকম কোম্পানির মালিকানাধীন গণমাধ্যমে ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য মোটা অংকের ঘুষ দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিনিময়ে প্রতিষ্ঠানটিকে আইনি সুবিধা দেয়ার অপর এক অভিযোগ আনা হয়। এছাড়া ধনকুবের বন্ধুর কাছ থেকে মূলব্যান উপহার নেয়ায় ওঠে তৃতীয় অভিযোগটি। আর্থিক কেলেংকারির দায়ে আগে থেকেই আরও একটি মামলার শুনানি চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। অবশ্য নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ ঘটনাকে বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

Exit mobile version