Site icon Jamuna Television

বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে-তে নিহত সহকর্মীদের স্মরণ

বগুড়া ব্যুরো:

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে বগুড়া জেলা পুলিশ। শুক্রবার সকালে বগুড়া পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সময়ে নিহত বগুড়া জেলার অধিবাসী ১৯ জন পুলিশ সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

তৃতীয়বারের মতো পালিত হওয়া এ অনুষ্ঠানে বগুড়া পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী বেদিতে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এবং পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন-পিবিআই বগুড়ার পক্ষে থেকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দীন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার তুলেন দেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।

Exit mobile version