Site icon Jamuna Television

বিএনপি আমলের থেকে গতকালের নির্বাচন অনেক ভালো হয়েছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

২০০১ সালে বিএনপি আমলের সিটি করপোরেশন নির্বাচন থেকে গতকালের নির্বাচন অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, স্থাণীয় পর্যায়ের নির্বাচনে যেসব বড় দল অংশ নিবে না তারা পরবর্তী জাতীয় নির্বাচনে বড় ধরণের সমস্যা পড়বে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র রক্ষায় নির্বাচন বন্ধ থাকারে চেয়ে নির্বাচন হওয়া ভালো। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমুলক হয়েছে বলেও জানান তিনি। বলেন, স্থানীয় নির্বাচনে কোন দল অংশ না নেয়াটা খুব একটা প্রকট নয়।

Exit mobile version