Site icon Jamuna Television

সংসদ নির্বাচনে অনিয়মের ফলে সিটি নির্বাচনে ভোটাররা ভোট দেয়নি: খন্দকার মোশাররফ

একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের ফলে অনিহা প্রকাশ করে সিটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বেলা ১১টার দিকে বিএনপির স্থপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, সিটি নির্বাচনে কোন ভোটার উপস্থিতি ছিল না তার পরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র।

একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও তারা গোপনে ভোটবাক্স ভর্তি করেছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যাত করেছে। জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচনের অনুপস্থিতি তাই প্রমাণ করে বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। একইসাথে তিনি ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালনকে হাস্যকর বলে আখ্যা দেন।

Exit mobile version