Site icon Jamuna Television

বেসরকারিভাবে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচিত আতিকুল ইসলাম

বেসরকারি ভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোটের এই ফলাফল ঘোষণা করেন উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচিত আতিকুল ইসলাম পেয়েছেন ৮লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

এই সিটির সম্প্রসারিত ২৪ কাউন্সিলর এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিদের বেসকারিভাবে বিজয়ী ঘোষণা করেন দক্ষিল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা রফিক উদ্দিন মন্ডল।

দুই সিটি করপোরেশনের মোট ভোটারদের উপস্থিতি ছিল ৩১ দশমিক ০৫ শতাংশ বলে জানানো হয়।

Exit mobile version