Site icon Jamuna Television

সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। স্থানীয় প্রশাসনের দাবি, নিহতদের মাঝে রয়েছেন পুলিশ সদস্যও।

শহরের ‘মাকা আল মুকাররম’ হোটেল লক্ষ্য করে চালানো হামলায় আহত হয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। রাজধানীর ব্যস্ততম রাস্তায় হোটেলটির অবস্থান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর; জনসমাগম বাড়লে ঘটানো হয় দ্বিতীয় দফা বিস্ফোরণ।

হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, বাড়তে পারে মৃতের সংখ্যা। এরইমাঝে, নিজস্ব ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করে নিয়েছে, ‘আল-শাবাব’। শিগগিরই আরও বড় আকারের হামলা চালানোর ইঙ্গিত দিয়ে রেখেছে জঙ্গি সংগঠনটি। কয়েক দফা বিস্ফোরণের পরও, এলাকাটিতে থেমে-থেমে পুলিশের সাথে জঙ্গিদের চলছে গোলাগুলি। তাই, সাধারণ জনগণকে বাইরে না বের হওয়ার সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version