Site icon Jamuna Television

চলে গেলেন পলান সরকার

না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ হিসেবে পরিচিত পলান সরকার। আজ দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা বাউশার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯২১ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখার সুযোগ পান। অথচ বইয়ের প্রতি তার প্রেম ছিল আজীবন। রাজশাহীর ২০টি গ্রামে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে পড়তে দিতেন পিছিয়ে পড়া মানুষকে। এজন্য কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে মাইলের পর মাইল হেঁটে, বাড়ি বাড়ি যেতেন তিনি।

সামাজিকভাবে অবদান রাখায় ২০১১ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পান তিনি। এছাড়া পড়ার আগ্রহ সৃষ্টির করায় তাকে ‘সাদা মনের মানুষ’ খেতাবে ভূষিত করা হয়।

Exit mobile version