Site icon Jamuna Television

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।

শুক্রবার বিকাল ৪টা ১০মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা বুঝতে পেড়ে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ৬১ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা মনে হয় পাইলটের। এ সময় বিমানটি জরুরি অবতরণ করান পাইলট। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানটি মেরামত করা হচ্ছে।

Exit mobile version