Site icon Jamuna Television

টঙ্গীতে কাজী অফিস ভাংচুর

Exif_JPEG_420

গাজীপুরের টঙ্গীতে এক নিকাহ রেজিস্টার অফিস ভাংচুর ও তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একই ওয়ার্ডে দুটি নিকাহ রেজিস্টার অফিস পরিচালনা করে আসছিলেন কাজী মুজাহীদুল ইসলাম ও কাজী দাউদ। তবে দুই পক্ষে মামলা দায়ের করা হলে উচ্চ আদালতের নির্দেশে না পাওয়া পর্যন্ত কাজী মুজাহীদুল ইসলাম ও কাজী দাউদ নিকাহ রেজিস্টার অফিস পরিচালনার করে আসছেন। বৃহস্পতিবার রাতে ক্ষুদ্ধ হয়ে কাজী দাউদ ও তার সহযোগিদের নিয়ে কাজী মুজাহীদুল ইসলামের অফিস ভাংচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করেন কাজী মুজাহিদুল।

কাজী দাউদ বলেন, এটা নিয়ে গাজীপুর এসপি অফিসে অনেকবার বসা হয়েছে। আইনগত ভাবে এই ওয়ার্ডে আমার অফিস থাকবে। আমি বলেছি, আপনি আপনার অফিস নিয়ে চলে যান। বৃহস্পতিবার রাতে আমি গিয়ে কাজী মুজাহীদুল ইসলাম অফিস তালা মেরে দেই।

এ ঘটনার পর টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম খান জানান, কাজী মুজাহিদুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Exit mobile version