Site icon Jamuna Television

রাজনীতির উর্ধ্বে উঠে আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় আতিকুলের

রাজনীতির উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নববির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি আরো জানান, ঢাকায় প্রবেশের রাস্তাগুলো সবার আগে পরিস্কার করা হবে। সেইসাথে দখলমুক্ত করা হবে সড়ক ও ফুটপাত।

মেয়র বলেন, পোস্টার সরানোর কাজ শুরু হয়ে গেছে যত দ্রুত সম্ভব তা শেষ করা হবে। পাশাপাশি রাস্তা দখল, ভেজাল খাবারসহ নগরীর নানা সমস্যা সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান আতিকুল ইসলাম।

তিনি বলেন, উত্তর সিটির নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের পরিকল্পনা হয়ে গেছে। দ্রুতই পরিকল্পনা মাফিক কাজ শুরু করা হবে।

Exit mobile version