Site icon Jamuna Television

সৌদি আরব থেকে আজ ফিরবেন ৬০ নারী গৃহকর্মী

সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে আজ ৬০ জন নারী গৃহকর্মী দেশে ফিরবেন। রাত ৯টা ২০ মিনিটে এসভি ৮০৪ বিমানে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারা।

এসব নারীরা ভালো থাকার আশায় সৌদি আরব গেলেও পরে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নেয় ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে।

এর আগে ২৭ ফেব্রৃয়ারি রাত ৯টা ২০ মিনিটে রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে এসভি এইট জিরো ফোর বিমান যোগে দেশে ফিরেছিলেন ৯০ নারী গৃহকর্মী। গত দুই মাসে মোট ফিরেছেন ৪৩৯ নারী গৃহকর্মী।

Exit mobile version