Site icon Jamuna Television

পাইলট হস্তান্তরের পর কাশ্মিরে ভারত-পাকিস্তান ভারী গোলা বর্ষণ, নিহত ৫

পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিননদন বর্তমানকে মুক্ত করে দেয়া পর আবার কাশ্মির সীমান্ত উত্তপ্ত হয়েছে।

শুক্রবার দিবাগতত গভীর রাতে লাইন অব কন্ট্রোলের দু’পাশ থেকে ভারী গোলাবর্ষণ করেছে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীরা। আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের মর্টাল শেলের আঘাতে জম্মু কাশ্মিরের পুঞ্চ এলাকায় তিনজন নিহত হয়েছেন।

রাতে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন মা ও দুই ছেলে। শেলের আঘাতে ঘরটি উড়ে গেলে মা-ছেলেরা লাশ হয়ে যান।

অন্যদিকে পাকিস্তান অংশে নিকিয়াল এলাকায় ভারতীয় সেনাদের শেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

Exit mobile version