Site icon Jamuna Television

নতুন করে কোন বাস রুটের অনুমোদন দেয়া হবে না: সাঈদ খোকন

রাজধানীতে নতুন করে কোন বাস রুটের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

আজ শনিবার দুপুরে নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা এবং যানজট নিরসনে গঠিত সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন পর অনুস্ঠিত এই কমিটির দ্বিতীয় বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয় । এর মধ্যে রাজধানীতে নতুন কোন বাস রুট অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত হয়। তবে জরুরী প্রয়োজন হলে কমিটির সুপারিশের ভিত্তিতে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হবে।

রাজধানীর পরিবহন ব্যবস্থাকে ৬টি রুটের আওতায় নিয়ে আসার কাজ চলছে বলেও জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র। এর অংশ হিসেবে আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে কিছু রুটে সরকারি বেসরকারী উদ্যোগে নতুন বাস নামবে। এতে যানজট কমবে বলে আশাবাদী সাঈদ খোকন।

Exit mobile version