Site icon Jamuna Television

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের- ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল সাড়ে সাতটার দিকে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সকালে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তার এনজিও গ্রাম করার পরামর্শ দেন চিকিৎসক। পরীক্ষার পর জানানো হয় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।

ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, আপাতত তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের দরকার নেই, তার ব্লাড প্রেসার, হার্টবিট স্বাভাবিক আছে।

Exit mobile version