Site icon Jamuna Television

আজ ‘বিশ্ব শ্রবণ দিবস’

৩রা মার্চ সারা বিশ্বে পালিত হয় ‘বিশ্ব শ্রবণ দিবস’ । ‘আপনার শ্রবণ শক্তি পরীক্ষা করুন’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ দিবস।

বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে সকালে র‍্যালি’র আয়োজন করেছে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল। হাসপাতাল কম্পাউন্ডের সামনে থেকে র‍্যালি তেজগাঁও সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুড়ে আসে।এতে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এসময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু হানিফ বলেন, মানুষ এখন নিজের স্বাস্থ্যে প্রতি অনেক বেশি সচেতন। তবে কানের বিষয়ে আরো সচেতনতা বাড়াতে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়ে থাকে।

Exit mobile version