Site icon Jamuna Television

সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা

????????????????????????

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে গত রাতে চরজব্বার থানায় মামলাটি করেন স্বজনরা। এতে ধর্ষক আলাউদ্দিনকে প্রধান করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মূল অভিযুক্ত পলাতক। তাকেসহ অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। মোহাম্মদপুর ইউনিয়নে শুক্রবার বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে আলাউদ্দিন। সালিশি বৈঠকে ৬০ হাজার টাকায় বিষয়টি মিমাংসা হয়। এ বিচার সন্তুষ্ট হতে না পেরে পরদিন বিষপানে ওই নারী আত্মহত্যা করে বলে জানায় স্বজনরা। তাদের দাবি, সম্প্রতি ইউনিয়ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ধর্ষণের এ ঘটনা।

Exit mobile version