Site icon Jamuna Television

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে লালু মিয়া নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, গভীর রাতে শহরের কালীবাড়ি পুরাতন গুদারাঘাট বালুরচরে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করা হয়। আত্মরক্ষায় পাল্টা জবাব দেয় পুলিশও। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লালু মিয়াকে আটক করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাদক দ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ।

Exit mobile version