Site icon Jamuna Television

চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল টুয়েন্টি-থার্টি প্রণয়ন করে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী সেনানিবাসে ৭, ৮, ৯ ও ১০ বীরের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ফোর্সেস গোল টুয়েন্টি-থার্টির আওতায় সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের জন্য যেকোন ত্যাগ স্বীকারে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ বারের মতো এবং টানা তৃতীয়বার সরকার গঠনের সুযোগ পাওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরআগে, সেনাবাহিনীর ৭, ৮, ৯ ও ১০ বীরের জাতীয় পতাকা প্রদান করেন শেখ হাসিনা। পরিদর্শন করেন প্যারেড।

Exit mobile version