Site icon Jamuna Television

গণফোরাম সংসদে গেলেও ঐক্যফ্রন্টের ঐক্যে কোনো সমস্যা হবে না: খন্দকার মোশাররফ হোসেন

গণফোরামের বিজয়ী প্রার্থীরা সংসদে গেলেও ঐক্যফ্রন্টের ঐক্যে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। ড. খন্দকার মোশাররফ বলেন, বিষয়টি নিয়ে জোটে আলোচনা করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার, যদি কেউ যায় সেটা তাদের দলীয় ব্যাপার বলেও জানান, তিনি। গ্যাসের দাম বৃদ্ধি হলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে; তাই সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান ড. মোশাররফ।

Exit mobile version