Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের অবস্থা শঙ্কামুক্ত নয়, এখই বিদেশ নেয়া সম্ভব নয়

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা শঙ্কামুক্ত নয়। শারীরিক পরিস্থিতি বারবার অবনতি হচ্ছে, তাঁকে দেশের বাইরে নিয়ে যাবার মতো পরিস্থিতি নেই। এমনটা জানিয়েছেন চিকিৎসক সৈয়দ আলী আহসান।

আজ রোববার সকাল সাতটার দিকে বুকে প্রচণ্ড ব্যথা উঠলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’তে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরইমধ্যে একটি রিং’ও পরানো হয়েছে।

পরে ব্রিফিংয়ে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নন। আগামী ৭২ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

Exit mobile version