Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বিকেল ৪.২০ বিএসএমএমইউতে আসেন তিনি।

এর আগে দুপুর ৩.৩০ দিকে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চল্লিশ মিনিটের মতো থেকে চিকিৎসার খোঁজখবর নেন।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে ওবায়দুল কাদের প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাৎক্ষণিক তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। পরে এনজিওগ্রাম করে দেখা যায়, তাঁর হার্টে তিনটি ব্লক।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ওবায়দুল কাদের শঙ্কামুক্ত নন। এই শারীরিক অবস্থায় বিদেশে নেয়াও সম্ভব না।

Exit mobile version