Site icon Jamuna Television

ভারতে এখন স্টাইল অভিনন্দন গোঁফ!

পাকিস্তান তাদের কবল থেকে ‘শান্তির পদক্ষেপ’ হিসেবে বায়ুসেনা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়ার পর ভারতজুড়ে তাকে নিয়ে উন্মাদনা চলছে। তবে শুধু তিনি ব্যক্তিবিশেষ হিসেবেই নয়, তাঁর গোঁফ এবং দাড়িও এখন ঘোরতর চর্চায়। অভিনন্দনের মতন গোঁফ, দাড়ি এবং চুল কাটার ধুম পড়ে গিয়েছে দেশের যুবকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ‘‌অভিনন্দন স্টাইল গোঁফ’‌ শিরোনামে উঠে এসেছে। কেউ পোস্ট করছেন ‌তাঁর অভিনন্দনের মতো গোঁফ চাই, তো কেউ তাঁর মতো জুলপিসহ দাড়ি কাটতে ইচ্ছুক।

অনেকে আবার ইতিমধ্যেই তা বানিয়েও ফেলেছেন। তেমনই একজন বেঙ্গালুরুর যুবক মুহম্মাদ চাঁদ। মুসলিম ধর্মাবলম্বী এই যুবকের কাছে এখন জাতীয় নায়ক পাকিস্তানের কব্জা থেকে ফেরত আসা উইং কমান্ডার।

রোববার তিনি নিজের গোঁফ অভিনন্দন বর্তমানের স্টাইলে ছেঁটে ছবি পোস্ট করেছেন। ফ্যাশন বিশেষজ্ঞরা এই নতুন ফ্যাশনের নাম দিয়েছেন, ‘‌ব্র‌্যান্ড অভিনন্দন’‌। তাঁদের মতে, জাতীয়তাবাদ এবং দেশপ্রেমই এই ফ্যাশনকে সুপারব্র‌্যান্ড করে তুলেছে।

Exit mobile version