Site icon Jamuna Television

কবীর সুমনের নতুন গান- ‘কাশ্মিরে কেন গুলি, কেন নয় গণভোট…’

কাশ্মিরে ভারত সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে এবার সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী কবীর সুমন। ভারত-পাকিস্তানের মধ্যে যখন ভূস্বর্গ নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে তখন যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে ‘প্রেমের গান’ লিখেছেন সুমন।

গতকাল শনিবার তার ফেসবুক পেইজে নতুন গানটি পোস্ট করে জানিয়েছেন শিগগিরই এটিতে সুর দেবেন তিনি। পোস্টে সুমন লেখেন, মাত্র ১৫ মিনিটে লিরিকটি লিখেছেন তিনি।

গানটি এখানে তুলে ধরা হলো–

এ মুহূর্তের প্রেমের গান
*********************

মরচে ধরুক অস্ত্রে
গ আকার ন গান
জি ইউ এন-টা চাই না গাইব
শস্যের জয়গান।

জং ধরে যাক অস্ত্রে
সের দরে বেচে দাও
সেই টাকা দিয়ে গণভোজ হোক
আবডালে চুমু খাও।

গোলাগুলি আর নয়
ঘৃণার বদলে হাসি
অস্ত্র কেনার টাকায় খাওয়াও
নিরন্ন দেশবাসী।

বরাদ্দ যাক কমে
প্রতিরক্ষার খাতে
সারা দুনিয়ার যত ছেলেমেয়ে
থাক দুধে আর ভাতে।

কাশ্মীরে কেন গুলি
কেন নয় গণভোট
স্বাধীনতা তুমি হঠাৎ বাতিল
পাঁচশ টাকার নোট।

আমি কি দেশদ্রোহী
বলছ যখন তাই
দেশ কাকে বলে তুমি ভাল জানো
আমার তোমাকে চাই।।

Exit mobile version