Site icon Jamuna Television

রাজউকের সাবেক ইস্যু ক্লার্ককে ১১ বছরের সাজা

বহুতল ভবনের নকশা ও নথি গায়েবে দুদকের মামলায় রাজউকের সাবেক ইস্যু ক্লার্ক মোহাম্মদ শফিউল্লাহকে ১১ বছরের সাজা দিলেন হাইকোর্ট। এর আগে, বিশেষ আদালতে খালাস পেয়েছিলেন তিনি। আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন। একইসাথে আজ থেকে ১৫ দিনের মধ্যে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছেন।

সকল ধারার সাজা এক সাথে চলবে বিধায় আসামিকে আরো ৭ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৭, ২০১৭ সনের ২১ নভেম্বর রাজউকের সাবেক ইস্যু ক্লার্ক বর্তমানে স্টেট সেকশনের স্টেনো ক্লার্ক মো. শফিউল্লাহকে খালাস দিয়েছিলেন। দুদক হাইকোর্টে ২০১৮ সনের ৭ এপ্রিল আপিল করে।

Exit mobile version