Site icon Jamuna Television

চিকিৎসকের ভুলেই জাপা চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েছিলেন: রাঙ্গা

চিকিৎসকের ভুলের কারণেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনটাই জানিয়েছেন, দলের মহাসচিব ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। আজ দুপুরে রংপুরের একটি হোটেলে সিটি নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, জয় নয়, নির্বাচনে অংশ নেয়াই ছিল দলের লক্ষ্য। এর আগে হেলিকপ্টারে তিন দিনের সফরে পার্টির চেয়ারম্যানের সাথে রংপুরে পৌঁছান মশিউর রহমান রাঙ্গাসহ আরও অনেকে। ক্যান্টনমেন্ট থেকে মোটরসাইকেলবহর নিয়ে পৈত্রিক ভিটা স্কাইভিউ ও পল্লী নিবাসে যান পার্টির চেয়ারম্যান।

পরে হোটেলে সংবাদ কর্মীদের সাথে কথা বলতে চাইলেও, শারীরিক দুর্বলতা আর নেতাকর্মীদের বিশৃঙ্খলার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেন এরশাদ।

Exit mobile version