
মোবাইল চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে ৪ বছরের এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার রাত ১০টার দিকে বামনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় এলাকার রাকিব হোসেন নামে এক ব্যক্তি তার মোবাইল চুরি হওয়ার ঘটনায় শিশু পিয়াসকে ডেকে নেয়। চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারপিট করে শিশুটিকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে নেয়া হয় নোয়াখালী সদর হাসপাতালে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত রাকিব হোসেনকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply