Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে শিশুসহ ১৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় টর্নেডোতে শিশুসহ অন্তত ১৪ জনের প্রাণ গেছে। স্থানীয় সময় রোববার আঘাত হানে টর্নেডো।

এর তাণ্ডবে আহত হয়েছেন অর্ধশত মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ঘরবাড়ি। ধ্বংস্তুপের নিচে অনেকেই চাপা পড়েছেন বলেও জানানো হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ১০ হাজারের বেশি অধিবাসী। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন উদ্ধার অভিযানে। নতুন করে টর্নেডোর আঘাতের শঙ্কায় আরেক রাজ্য জর্জিয়ায় নেয়া হয়েছে সতর্কতা।

Exit mobile version