Site icon Jamuna Television

বিমান ছিনতাই চেষ্টা: নিরাপত্তায় অবহেলা পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খি উড়োজাহাজ ছিনতাইচেষ্টা ঘটনায় নিরাপত্তায় অবহেলা পেয়েছে তদন্ত কমিটি। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত ও একজনকে প্রত্যাহার করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন,সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. ইউনুস হাওলাদার, হেভি লাগেজ গেটে (উত্তর) স্ক্যানিংয়ের নিরাপত্তা সুপারভাইজার মো. লেহাজ উদ্দিন ভূঁইয়া, শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ব্যাটালিয়ন আনসার কেবিন ব্যাগেজ স্ক্যানিং গেটের অপারেটর আলীম হোসেন, বডি সার্চার অঙ্গীভূত আনসার সদস্য মাহফুজুর রহমান ও হেভি লাগেজ গেট উত্তরের বডি সার্চার আনসার সাদ্দাম হোসেন।

এদিকে তদন্ত কমিটির সময় বাড়ানো হয়েছে আরো ২ দিন। ২৪ ফেব্রুয়িারি রাতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৫ সদস্যের কমিটি করা হয়। ওই সময়ে কমিটিকে ৫ দিন সময় দেওয়া হয় তদন্ত প্রতিবেদন জমা দিতে।

এ ছাড়াও ঘটনার সময় কতর্ব্যরত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের সার্জেন্ট সাযেদুল ইসলামকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয় বাংলাদেশ বিমানবাহিনীতে।

Exit mobile version