Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা উন্নতির দিকে: মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সকালে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরীক্ষা-নিরীক্ষা শেষে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন হানিফ।

সিঙ্গাপুরে নেয়া যাবে কিনা তা চিকিৎসক বোর্ড জানাবেন। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পরীক্ষা করতে আজই ঢাকা আসছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি আসছেন বলে জানিয়েছেন, মাহবুবউল আলম হানিফ।

এরআগে, রোববার সকালে বুকে ব্যথা অনুভূত হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নেয়া হয় বিএসএমএমইউ-তে। তাৎক্ষণিক পরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে।

Exit mobile version