Site icon Jamuna Television

মেহেরপুরে সাংবাদিকদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার সাংবাদিকেরা। আজ সোমবার বেলা ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনের সড়কে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। এসময় দৈনিক যুগান্তরের প্রতিনিধি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জি এফ মামুন লাকী, সাংবাদিক মীর সৌয়দ আলী চন্দন সহ জেলায় কর্মরত সাংবাদিকেরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ করা সহ সাংবাদিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারও হয়রানি বন্ধ করারও দাবি জানান বক্তারা।

Exit mobile version