Site icon Jamuna Television

বুড়িগঙ্গা-তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাল থেকে ফের অভিযান

বুড়িগঙ্গা ও তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামীকাল থেকে ফের অভিযানে নামছে বিআইডব্লিওটিএ। সকালে, এর আগে উচ্ছেদ কার্যক্রম এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান নৌ সচিব আব্দুস সামাদ।

এসময় তিনি বলেন, দ্বিতীয় ধাপেও ১২দিন ব্যাপী চলবে অভিযান। অবৈধ দখলদারিত্বের সাথে বিআইডব্লিওটিএ’র কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান নৌ সচিব।

আব্দুস সামাদ জানান, উদ্ধার হওয়া এলাকা যাতে আর কেউ দখল করতে না পারে সে জন্য থাকবে নজরদারি। প্রথম দফার অভিযানে এক হাজার ৭২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলেও তিনি জানান।

Exit mobile version