Site icon Jamuna Television

যশোরে পিকনিকের বাস খাদে, শিশু নিহত

যশোরের কেশবপুরে পিকনিকের বাস খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে, আহত অন্তত ১৪ যাত্রী।

পুলিশ জানায়, সাতক্ষীরার আগরদাড়ি থেকে মোংলায় যাচ্ছিল বাসটি। সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাছের ঘেরে পড়ে যায় বাসটি। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ৫ বছরের একটি ছেলে শিশু ছাড়া বাকী সবাইকে জীবিত উদ্ধার করেন তারা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version