Site icon Jamuna Television

ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তবে বেশিরভাগ ছাত্র সংগঠনের অভিযোগ ক্যাম্পাসে এখনও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি।

প্রচারণার প্রথম দিনে সকালে ডাকসু নির্বাচনে স্বতন্ত্রজোটের ইশতেহার ঘোষণা করা হয়েছে। সকালে মধুর কান্টিনে ইশতেহার ঘোষণা করেন জোটের মুখপাত্র সেমন্তি খান। ২২ দফা ইশতেহারের শুরুতে বলা হয়েছে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধবিরোধী অসাম্প্রদায়িক চেতনা বন্ধ করা হবে। এছাড়া গণরুম ও গেস্টরুমে নির্যাতন বন্ধ করা সহ অযৌক্তিক ফি বাতিল ও জরিমানার পরিমাণ কমানোর কথা রয়েছে ইশতেহারে।

এরপরই প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করে লিটন নন্দী। সেই সাথে ক্যাম্পাসে বিভিন্ন হলে ক্ষমতাশীল ছাত্র সংগঠন এখনো নানাভাবে অন্য প্যানেলের প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Exit mobile version