Site icon Jamuna Television

কোথাও কোথাও নির্বাচন সুষ্ঠু হয়নি: সিইসি

কমিশনের কিছু কর্মকর্তাদের দৃঢ়তার অভাবেই কোথাও কোথাও সুষ্ঠু নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

উপজেলা পরিষদের ভোট কেন্দ্র করে ধারাবাহিকভাবে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ইসি। আজ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পঞ্চম উপজেলা পরিষদ ভোটের কর্মকর্তাদের কর্মশালার উদ্বোধন করেন সিইসি।

কর্মশালায় তিনি বলেন, প্রশিক্ষণের জ্ঞান ভোটের মাঠে প্রয়োগ করতে হবে। দৃঢ়তার সাথে নির্বাচন পরিচালনার জন্য যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেকে তৈরি করতে হবে। এসময় নির্বাচনী কর্মকর্তাদের দৃঢ়তা নিয়েও কথা বলেন, কে এম নূরুল হুদা। তিনি বলেন, যেমনটি কর্মকর্তারা বলেছিলেন, তেমনটি ভোট করা সম্ভব হয়নি।

পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। ১০ মার্চ প্রথম ধাপের ভোট হবে ৮৬ উপজেলায়।

Exit mobile version