Site icon Jamuna Television

হরকাতুল জিহাদের ২ সদস্যসহ ১৪ ডাকাত গ্রেফতার

অস্ত্র-গুলিসহ হরকাতুল জিহাদের ২ সদস্য ও ১২জন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানীর যাত্রাবাড়ি থানার ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের তথ্যনুযায়ী রাত পৌনে বারটার দিকে রামপুরা থেকে গ্রেফতার করা হয় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-হুজির সদস্যদের। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

ডাকাত দলের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি, উগ্রপন্থি বই, গানপাউডার, ককটেল এবং নগদ টাকা উদ্ধারের কথাও জানানো হয় ব্রিফিং-এ। জঙ্গি কার্যক্রম চালাতে অর্থ সংগ্রহের জন্যই ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছিলো বলে জানায় ডিএমপি।

Exit mobile version