Site icon Jamuna Television

বাড্ডায় বাবা-মেয়ের লাশ উদ্ধার

রাজধানীর কাকরাইলে মা ছেলের খুনের ঘটনার ১২ ঘণ্টা না পেরুতেই এবার বাড্ডার একটি বাসা থেকে পাওয়া গেলো বাবা ও মেয়ের লাশ।

সকালে বাড্ডার হোসেন মার্কেটের পাশে ময়নার বাগ মোড়ের বাসা থেকে  জামিল হোসেন ও তার মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করা হয়। বাসাটির তিনতলায় ছাদের ওপর একটি রুমে থাকতো তারা। জামিল শেখের শরীরে অস্ত্রের আঘাত রয়েছে। মেয়ে নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নুসরাত স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা আরজিনাকে আটক করেছে পুলিশ। বাড়ির মালিক জানায়, সব ভাড়াটিয়ার কাছে গেটের চাবি আছে। বহিরাগতদের ঢুকতে হলে বাসার কাউকে না কাউকে গেট খুলে দিতে হয়।

 

Exit mobile version