Site icon Jamuna Television

পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট মন্ত্রী

সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এমনটাই জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সকালে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালিতে তিনি এ কথা জানান।

বলেন, পাটজাত পণ্য বহুমুখিকরণে গবেষণা চলছে। এইখাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পাটজাত পণ্য রফতানিকারকদের বিশেষ প্রণোদনা দেয়ার কথাও বলেন তিনি। পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি ফার্মগেট খামারবাড়ি হয়ে আবারও মানিকমিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।

Exit mobile version