Site icon Jamuna Television

গুগল-ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে ভ্যাট নেয়ার নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও গুগলের বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সোমবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘মূল্য সংযোগ কর আইন – ১৯৯১’-এর ধারা ৩-এর উপধারা (৩)-এর দফা (ঘ) অনুযায়ী, বাংলাদেশের ভৌগলিক সীমার বাইরে থেকে সেবা (যেমন রয়্যালটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক আদায়যোগ্য। এ অবস্থায় মাস্টার কার্ড, ভিসা কার্ড বা টিটি অথবা যেকোনো মাধ্যমে পেমেন্ট হলেই ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে সরাসরি ট্রেজারিতে জমা করতে হবে।’

Exit mobile version