Site icon Jamuna Television

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ইমরান তাহিরের

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। সম্প্রতি প্রোটিয়াদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। এর পরই এমন সিদ্ধান্ত নেন পাকিস্তান বংশোদ্ভুত এ লেগস্পিনার। আসন্ন বিশ্বকাপের পরই রঙিন জার্সি তুলে রাখবেন তিনি।

ইমরান তাহির বলেন, আমি সবসময় বিশ্বকাপে খেলতে চেয়েছি। বিশ্বমঞ্চে পারফরম করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। দক্ষিণ আফ্রিকার মতো গ্রেট দলের হয়ে খেলতে পারাটা সৌভাগ্যের বিষয়। বোর্ডের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ড বিশ্বকাপই আমার শেষ।

ওয়ানডে ছাড়লেও দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তাহির। আপাতত লক্ষ্যটা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো তো খেলবেন-ই।

Exit mobile version